ইশরাককে এনসিপি

খাওয়া-খাওয়ির জন্য আপনাকে মেয়র দেখতে চাই না

ডেস্ক রিপোর্ট
  ২১ মে ২০২৫, ২৩:৫৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে এনসিপির কেন্দ্রীয় সদস্য আল আমিন টুটুল বলেছেন, ইশরাক ভাই আপনি মেয়র হলে কি হবে আমরা জানি। খাওয়া-খাওয়ির জন্য আমরা আপনাকে মেয়র চাই না। আপনার নেতাকর্মীরা চাঁদাবাজির মহড়া দিচ্ছে।
বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে আল আমিন টুটুল বলেন, ইশরাক ভাই নগর ভবনে তালা দিয়ে জনভোগান্তি সৃষ্টি করবেন না। নগর ভবনে নাটক চলছে। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করি না। তারা আমাদের বলে প্রসব দিয়ে আমাদের ভাসাই দেবে। এতো দিন তারা কোথাই ছিল। ১৬ বছর তারা একটা বালির ট্রাক সরাতে পারে নাই। আপনারা জানেন বিগত স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। তারা নানা আন্দোলন করছে। এসব জনভোগান্তি আন্দোলন করবেন না।
বর্তমান ইসিকে অথর্ব দাবি করে এনসিপির কেন্দ্রীয় নেতা বলেন, এই অথর্ব ইসি চাই না। এদের আমরা চাই না। নতুন দেশপ্রেমিক দিয়ে নতুন ইসি গঠন করতে হবে। ইসিতে দোসর আছে তাদের চাই না।
মোহাম্মদ পুর থানার প্রতিনিধি আবু সুফিয়ান বলেন, ইসি সংস্কার হলে সবার ভোটাধিকার সুরক্ষিত হবে। ইসি দ্বিচারিতার আশ্রয় নিয়েছে। ইসি দ্রুত ইশরাকের তড়িঘড়ি করে গেজেট দিয়েছে। অবৈধ নির্বাচনের মেয়র কীভাবে বৈধ হয়।
এনসিপির গেন্ডারিয়া থানা প্রতিনিধি কামরুল আহসান বলেন, ইসি সংস্কার না হওয়ার গেজেট হয়েছে। আমরা এই সংস্কারের জন্য আন্দোলন করি নাই। আমি মামলার আসামি আমি গুলি খেয়েছি। কেউ ফ্যাসিস্ট কায়দায় কিছু দখল করলে তাদের ১৫ সেকেন্ড লাগবে বিতাড়িত করতে। হাসিনাকে বিতাড়িত করেছি আপনারা পালানোর পথ পাবেন না। আপনারা কেন নগর ভবনে তালা মেরেছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। এই ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
বিক্ষোভ সমাবেশে মূলত ইসি সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিসহ ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন এনসিপির নেতাকর্মীরা।