রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের পরিবহন চত্ত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরের সামনে এ ঘটনা ঘটে। এতে দুই দলের প্রায় চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ‘শাহাবাগবিরোধী ছাত্র ঐক্যে’র বিক্ষোভ মিছিল হচ্ছিল। একই সময়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল হয়। এ সময় স্লোগানকে কেন্দ্র করে দুটি সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষের জড়িয়ে পড়ে।