আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  ০৩ নভেম্বর ২০২৩, ১১:০৮

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।
আমীর খসরুকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আমাদের সময়কে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পল্টন থানায় করা পুলিশ হত্যা মামলাসহ সম্প্রতি অনেকগুলি মামলা করা হয়েছে। তাকে যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, গুলশান ২ এর ৮১ নম্বর রোডের এইচ/৮ নম্বর বাসা থেকে সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।