রবিবার থেকে আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  ০৩ নভেম্বর ২০২৩, ১১:১০

একদফা দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। আগামী রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রেল, সড়ক ও নৌপথে এ অবরোধ চলবে।
গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ প-, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে।’
অবরোধ সফল করতে দেশবাসী ও নেতাকর্মীদের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘যুগপৎ আন্দোলনের সব গণতান্ত্রিক সমমনা জোট ও দলগুলো এই অবরোধ কর্মসূচি পালন করবে।’
এর আগে গত রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এর পর মঙ্গলবার থেকে শুরু হয় তিন দিনের অবরোধ, যা শেষ হয় গতকাল।
এদিকে সরকারের পদত্যাগ দাবিতে আগামী রবি ও সোমবার সারাদেশে অবরোধ ডেকেছে গণতন্ত্র মঞ্চ। গতকাল গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টিও।
তিন দিনের নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম জানান, বিগত তিন দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় আজ শুক্রবার দেশব্যাপী দোয়া হবে। রবিবার থেকে শুরু হবে ৪৮ ঘণ্টার অবরোধ। তিনি বলেন, ‘কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।’