বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সকে আটকের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
  ০৫ নভেম্বর ২০২৩, ০০:০১

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটকের অভিযোগ উঠেছে।
শনিবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাড্ডার এক আত্মীয়ের বাসা থেকে রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে নিয়ে যায়।
তিনি আরও জানান, প্রিন্সের স্ত্রী দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত। ভারতে তার চিকিৎসা চলছে।
গত ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায় পুলিশ। সরকার পতনের একদফা দাবি আদায়ে ওইদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।
৩১ অক্টোবর রাতে রাজধানীর শহীদবাগে অভিযান চালিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরপর বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।