পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে ডিএমপি

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
  ০৭ নভেম্বর ২০২৩, ০০:২১

পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিএমপি হেডকোয়ার্টারে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নাশকতা করলে ধরিয়ে দিতে হবে।’ 
অগ্নিসন্ত্রাসীদের ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
এ সময় অগ্নিসন্ত্রাস রোধে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার। 
হাবিবুর রহমান বলেন, ‘লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 
বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।