চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসান সারওয়ার্দী

মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
নিজস্ব প্রতিবেদক
  ০৭ নভেম্বর ২০২৩, ১৪:২১
মিয়া আরেফি ও চৌধুরী হাসান সারওয়ার্দী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা নাটকের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ডে চলছে। তাকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।
তার দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ নভেম্বর) ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে চার সদস্যের একটি টিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গেছেন।
ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সেই তথ্য যাচাই-বাছাইয়ের জন্য বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য ডিবির একটি টিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গেছেন।