সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য আরিফুল ইসলাম ও ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক, সংগীতশিল্পী ও কম্পোজার সৌভিক করিমও মারা যান।
মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মগবাজারের ইস্কাটনে দুজনে বাইকে করে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় তারা প্রাণ হারান। দুজনের মরদেহ এখন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা আছে।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন দেব জানান, একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। আশপাশের সবাই সেটাই বলেছেন। নিহত দুজনের নাম আরিফুল ইসলাম ও সৌভিক করিম।
তিনি আরও জানান, কয়েকজন প্রত্যক্ষদর্শী ৯৯৯-এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ জানান, বুধবার জোহরের নামাজের পর ইস্কাটন গার্ডেন জামে মসজিদে আরিফুল ইসলামের জানাজা হবে। এরপর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে। এর আগে কিছু সময় ইস্কাটনের বাসায় মরদেহ রাখা হবে।
নিহত আরিফুল ইসলাম অনুবাদ সাহিত্য, প্রকৃতিবিষয়ক প্রকাশনাসহ নানা কাজে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএলে কর্মরত ছিলেন। আরিফুল ইসলামের স্ত্রী সংগীতশিল্পী রেবেকা নীলা ও এক সন্তান আছে।
আরিফুল ইসলাম ও সৌভিক করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি, গার্মেন্টস শ্রমিক সংহতি, সমগীতসহ নানা সংগঠন।