‘অধিকার’-এর প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ২৯ হত্যা

গণপিটুনিতে ১০৮, রাজনৈতিক সহিংসতায় ২৩৩,কারাগারে মৃত্যু  ৬১ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
  ২৬ জুলাই ২০২৫, ১১:২২

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পতন হলেও এখনও রয়ে গেছে তার রেশ। অন্তর্বর্তী সরকারের শাসনামলেও ২৯ বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গত বছর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছর জুন পর্যন্ত বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে অধিকার। গত বৃহস্পতিবার সংগঠনটির ‘ত্রৈমাসিক মানবাধিকার প্রতিবেদন’-এ আরও বলা হয়, এ সময়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে ১০৮ জনের। রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে ২৩৩ জন। কারাগারে মৃত্যু হয়েছে ৬১ জনের। 
প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, মৃত্যুদন্ড হয়েছে ১৬০ জনের, বিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হয়েছে ১৮২৮ জনের, আক্রমণের শিকার হয়েছেন ১৬৫ সাংবাদিক, রাজনৈতিক সহিংসতায় ২৩৩ জন নিহত হয়েছেন ও ৬ হাজার ১৫৭ জন আহত হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন ৪৮৮ জন। যৌন হয়রানির শিকার হয়েছেন ২৮ জন, ৩৩ নারী যৌতুক ও সহিংসতার শিকার হয়েছেন। অধিকারের 
প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের বিষয়ে দীর্ঘদিন ধরে দায়মুক্তির সংস্কৃতি চালু থাকা এবং এটি বন্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর বাস্তবায়ন না হওয়ার কারণেই বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার হেফাজতে নির্যাতন ও অমানবিক আচরণের ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটছে। সংবাদ মাধ্যমের 
স্বাধীনতার বিষয়ে বলা হয়, এই সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী, প্রশাসন, মাদক কারবারি ও ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, তাদের সাজা দেওয়া, তুলে নেওয়ার মতোও ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে গুম সংক্রান্ত বিষয়ে বলা হয়, গত ৪ জুন গুম তদন্ত কমিশন তাদের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পুলিশ, র‌্যাব, ডিবি পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখা (সিটিটিসি) গুমের ৬৭ শতাংশ ঘটনায় জড়িত। কোনো কোনো ক্ষেত্রে গুমের ঘটনায় একাধিক সংস্থার জড়িত থাকার নজির রয়েছে। হাসিনার শাসনামলে জঙ্গি তকমা দিয়ে অনেককে গুম করা হয়েছে। 
আরও বলা হয়েছে, হাসিনা সরকারের শাসনামলে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ১৪০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক হাজারের বেশি নাম উঠে এসেছে। এর অধিকাংশই ট্রাইব্যুনালেরন্ত সংস্থায় পাঠানো হয়েছে।