শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন, মির্জা ফখরুলকে ফুয়াদ

ডেস্ক রিপোর্ট
  ২৩ আগস্ট ২০২৫, ২১:২০

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, শুধু বক্তব্য দেবেন, ভোট চাইবেন নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে বিচারের রূপরেখা দেবেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। এ সময় মঞ্চে মির্জা ফখরুলও উপস্থিত ছিলেন।
বিএনপির এই নেতার কাছে তিনি প্রশ্ন রেখে বলেন, আপনাদের কাছে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই- ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য, গুম হয়ে যাওয়া পরিবারের জন্য এবং অপরাধীদের বিচারের জন্য কী করবেন? শুধু বক্তব্য দেবেন, শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন।
বিএনপির কাছে ফুয়াদের আহ্বান- বিভিন্ন বিশেষজ্ঞ ও ‘মায়ের ডাক-এর পরিবারের সঙ্গে এখুনি বসে গুম-খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করুন; যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন। আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে রাস্তায় এসে দাঁড়াতে না হয়। এই সরকারে কাছে এবং আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই।
অন্তর্ববর্তী সরকারে উদ্দেশ্যে ফুয়াদ বলেন, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে, লাশের ওপর দাঁড়িয়ে আপনার ক্ষমতা নিয়েছেন- সেইসব গুম হয়ে যাওয়া পরিবারদের কান্না শোনার জন্য গণ-শুনানির আয়োজন করুন। অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন। গুম পরিবারের কথা শোনার জন্য এবং সে আলোকে বিচারের জন্য সরকারের বিভিন্ন বাহিনী ও আমলাদের নিয়ে স্পেশাল ইউনিট গঠন করুন।