রাজধানীর বাসাবোতে বরদেশ্বরী শ্মশানে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জ থেকে সিদ্ধেশ্বরীর বাসায় আনা হয় তার মরদেহ। সেখান থেকে সন্ধ্যায় মরদেহ শ্মশানে নেওয়া হয়। স্বজন, বন্ধু, সাবেক সহকর্মীরা ফুল দিয়ে তাকে শেষ বিদায় জানান।
এর আগে মুন্সীগঞ্জে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হন। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।