ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার যদিও দেরি করেছে তারপরও নির্বাচনমুখী হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এটা নিয়ে নানারকম কথা হচ্ছে।
পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, ভোট দেবে সন্দীপে প্রার্থীরা থাকবে মালদ্বীপে এই হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি মানুষ বুঝেও না, খায়ও না, বিশ্বাসও করে না।
এই পদ্ধতি নিয়ে যারা কথা বলে তাদের উদ্দেশে তিনি বলেন, তাদের চরিত্র মানুষ ৪৭ সালেও দেখেছে এবং পাকিস্তানের সময়ও দেখেছেন। তারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করে যুদ্ধ করল। শুধু যুদ্ধ করেই ক্ষান্ত হননি তারা আল শামস আল বদর গঠন করে আমাদের দেশের মানুষের ওপর নির্যাতন করেছে।
তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের পরে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় এদেশের মানুষের মাঝে সাহস যুগিয়েছিল।
টুকু বলেন, শেখ হাসিনার পুঁজি ছিল ৭১ ও মুক্তিযুদ্ধ। সেই একাত্তরকে শেখ হাসিনা এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিল যারা আজকে মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছিল তারা আজকে মুক্তিযুদ্ধ নিয়ে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। শেখ হাসিনার জন্য তা হচ্ছে।
২৪ গণঅভ্যুত্থানকে অনেকেই বলার চেষ্টা করে দ্বিতীয় স্বাধীনতা কিন্তু বুঝতে হবে সন্তান জন্ম একবার নেয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেটা স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না।
২৪ শে বাংলাদেশ গণতন্ত্রের পথে মুক্ত হয়েছে। ২৪ ছিল হাসিনার মতো শ্রেষ্ঠ ঘৃণিত খুনিকে উৎখাত করার আন্দোলন।
জামালপুর জেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় শনিবার পৌর শহরের বেলটিয়া এলাকায় জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক আবুওয়াহাব আকন্দ, সহ-জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমুখ