মিয়ানমারে পাচারের উদ্দেশে কক্সবাজারের টেকনাফে মজুদ করা বিপুল পরিমাণ সয়াবিন তেল, ময়দা ও ওষুধসহ একটি গাড়ি জব্দ করেছে র্যাব। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক দুজন হলেন টেকনাফের হাতিয়ারঘোনা এলাকার আব্দুল মান্নান (২৪) ও আলী হোসেন (৪৫)।
কক্সবাজার র্যাব-১৫-এর মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম জানান, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্যের বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ওই রাজ্যে জ্বালানি তেল, ওষুধ ও খাদ্য পণ্যসহ বিভিন্ন নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কক্সবাজারের কিছু অসাধু ব্যবসায়ী ও সংঘবদ্ধ চোরাকারবারি চক্র রাখাইনে এসব পণ্য পাচারের উদ্দেশে মজুদ করে। এমন খবর পেয়ে গতকাল সোমবার টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালায় র্যাব।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ওই অভিযানে স্থানীয় মুরগির খামারে মজুদ করা অবস্থায় ৪ হাজার ৪৭০ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি ময়দা এবং ১ লাখ ৩৬ হাজার ৫৫০টি বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, সম্প্রতি মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে দেশটিতে তেল, ওষুধ ও খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের ব্যাপক ঘাটতি এবং দ্রব্যমূল্যের প্রচণ্ড ঊর্ধ্বগতি দেখা দেয়। এই উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বাংলাদেশ থেকে কম মূল্যে ক্রয় করে উচ্চদামে সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। বিনিময়ে নগদ টাকার পাশাপাশি তারা ইয়াবাসহ অন্য মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে আসত।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান কক্সবাজার র্যাব-১৫-এর মিডিয়া সেলের প্রধান।