টাঙ্গাইলের গোপালপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িশয়া স্কুল মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌজা ডাকুরি গ্রামের কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে সাকিব (১৯)।
স্থানীয়রা জানান, নিহত চায়না বেগম সকালের বাসে ঢাকা যাওয়ার কথা ছিল। তাই তার ছোট ছেলে সাকিব মোটরসাইকেলে মাকে নিয়ে বাসস্টেশনে যাচ্ছিলেন। তারা দড়িশয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। পরে স্থানীয়রা লাশ দুটি শনাক্ত করে পুলিশে খবর দেন।
থানার ওসি মো. এমদাদুল ইসলাম তৈয়ব জানান, বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।