দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর ফাঁস নিলেন মা

মুন্সীগঞ্জ সংবাদদাতা
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক মা তার দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী আলী মিয়ার স্ত্রী সায়মা বেগম (৩৩), মেয়ে ছাইমুনা (১১) ও ছেলে তাওহীদ (৭)। 
পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, প্রথমে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা।
অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। ঋণের চাপে এই ঘটনা ঘটতে পারে।