প্রতি ইউনিটে গড়ে বিদ্যুতের দাম ৩৪ পয়সা বৃদ্ধি 

বাড়লো বিদ্যুতের দাম, মার্চ থেকে কার্যকর

নিজস্ব সংবাদদাতা
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৩

গ্রাহকপর্যায়ে প্রতি ইউনিটে গড়ে বিদ্যুতের দাম ৩৪ পয়সা বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে বেশি বিদ্যুৎ যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ৭০ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। আগামী মার্চ মাস থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হয় উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে আমাদের খরচ হয় প্রতি ইউনিটে ১২ টাকা। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সর্বনিম্ন ধরা হয় প্রতি ইউনিটে ৪ টাকা, আর উপরের দিকে এই দাম ৭ টাকা। আমরা এখন খুবই অল্প পরিমাণ... প্রতি ইউনিটে গড়ে ৩৪ পয়সা মূল্য বাড়িয়েছি। এটি পরিমাণে খুবই অল্প।’
বিদ্যুতের দাম মূলত উৎপাদনে ব্যবহৃত জ্বালানির দামের ওপর নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করছি। যখন আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নিয়ে এসেছি, তখন কয়লার যে দাম ছিল এবং ডলারের যে মূল্যমান ছিল তার অনেক পরিবর্তন হয়েছে। ডলারের দাম প্রায় ৪০ টাকা বেড়েছে।’
এর আগে সোমবার গণমাধ্যমে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে।
সর্বশেষ ২০২৩ সালের ৩০ জানুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়।