ডামি নির্বাচনের পর আওয়ামী শাসকগোষ্ঠী ‘ধরাকে সরা জ্ঞান’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে বিরোধী দল ও ভিন্নমত প্রকাশকারী মুক্তিযোদ্ধাদেরও জুলুম-নির্যাতনের হাত থেকে রেহাই দেওয়া হচ্ছে না। আওয়ামী শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধ এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলেই এটা করছে।
মঙ্গলবার বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে মামলায় ফরমায়েশি সাজা দেওয়া ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।
বিএনপি মহাসচিব বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, শীর্ষ নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা এখন প্রতিদিনের কাজ হিসেবে নিয়েছে সরকার। মেজর (অব.) হাফিজ ভীষণ অসুস্থ। কিছুদিন আগে তিনি বিদেশে হাঁটুর অপারেশন করিয়ে দেশে ফিরেছেন। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মী ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই দেশে ভীতি ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে। এ সময় তিনি মেজর হাফিজের মুক্তি দাবি করেন।