গোয়াইনঘাটে ভুয়া চিকিৎসক সেজে চাকরি, অতপর আটক 

১ লাখ টাকা জরিমানাসহ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
নিজস্ব সংবাদদাতা
  ১৩ মার্চ ২০২৪, ১৩:৩৬

সিলেটের গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাদিয়া আক্তার (৪৩) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। সিলেটের জাফলং বাজারে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিচ্ছিলেন তিনি। ভুয়া চিকিৎসক রাখায় ওই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে ৫০ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা করে সেটি সিলগালা করে দেওয়া হয়েছে।
জানা গেছে, আটক সাদিয়া ঢাকার মিরপুর শেওরাপাড়া এলাকার মুহিত খানের মেয়ে।
মঙ্গলবার (১২ মার্চ) বিকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের এক চিকিৎসক মালয়েশিয়ায় থাকেন। তার নাম পরিচয় ব্যবহার করে ওই ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে জাফলংয়ের সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছেন। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে আটক করেন। একইসঙ্গে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, সাদিয়া আক্তারকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।