কলকাতায় যে ফ্ল্যাটে খুন হলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম, সেটি কার?

নিজস্ব প্রতিবেদক
  ২২ মে ২০২৪, ১৩:৪৪

ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১১ মে ভারতে যান চিকিৎসার জন্য। এর দুদিন পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কাটা হয়েছে, যার একটি অংশ নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে উদ্ধার হয়েছে। বাকি অংশ এখনো উদ্ধার হয়নি বলে কলকাতার একাধিক গণমাধ্যমকর্মী জানিয়েছেন।
জানা গেছে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের একাংশ যে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সেখানে তিনি ১৩ মে যান। নিউটাউনের ওই বাড়িতেই তাকে খুন করা হয়েছে। এরপর তার দেহ কয়েকটি খণ্ড করা হয়। যেগুলো একাধিক ব্রিফকেসে ভরে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হয়েছে।
পুলিশের বরাতে কলকাতা২৪ জানিয়েছে, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের। ভাড়া নেওয়া ওই বাড়িতেই খুন করা হয়েছে সংসদ সদস্য আনারকে। খুনের দিন এই বাড়িতে নাকি নারীসহ একাধিক মানুষ ছিলেন। কিন্তু আনোয়ারুল আজীমের রহস্যজনক মৃত্যুর পর সবাই পালিয়ে গেছেন।
আনোয়ারুল আজীম ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।