ভারতে গিয়ে খুন হয়েছে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ডিবির ধারনা, ঢাকা থেকে সড়ক পথে ভারত যেত স্বর্ণালন্কার, স্বর্ণের বার, হুন্ডির টাকা ও রুপি। এসব ঘটনা বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করতেন এমপি আনার। আর এ নিয়ে বিরোধ ছিল ব্যবসায়ীক পার্টনার আখতারুজ্জামান শাহীন। তিনিই হত্যার মূল পরিকল্পনাকারী। চিকিৎসার জন্য এমপি আনার ভারত যাওয়ার খবর পেয়ে শাহীন তাকে হত্যার ছক কষে সেখানে যায়। এরপর ভাড়াটে খুনি দিয়ে কলকাতার ওই ফ্ল্যাটে ডেকে নিয়ে প্রথমে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে। পরে খুনিরা তার দেহ কয়েক টুকরো করে লাগেজে ভরে ৩ ধাপে একটি ভাড়া করা গাড়িতে তুলে কলকাতার নিউ টাউনের অজ্ঞাতস্থানে ফেলে দিয়েছে। ঘটনার পর শাহিন বাংলাদেশে আসে। আবার সে ভারতের চলে যায়। সেখান থেকে নেপালের কাঠমান্ডু হয়ে দুবাই যায়। সেখান থেকে আমেরিকায় চলে গেছে। বর্তমানে শাহীন আমেরিকায় অবস্থান করছেন। আখতারুজ্জামান শাহীন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া ভাড়াটে খুনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ। হত্যাকাণ্ডে জড়িত আমানুল্লাহর সহযোগী কিলার তানভীর ও তার স্ত্রী গ্রেফতার হয়েছে। তারা ৩ জনই ডিএমপির ডিবি হেফাজতে রয়েছেন। হত্যার নেপথ্যে আরো অন্য কোন ঘটনা রয়েছে কি-না তার তদন্ত চলছে। এ ঘটনায় কলকাতার সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা ও ঢাকার শেরেবাংলা নগর থানায় অপহরণের মামলা রুজু হয়েছে। ভারতের মামলাটি তদন্ত করছে দেশটির সিআইডি। তবে এখনো লাশের হদিস পায়নি দেশটির পুলিশসহ তদন্ত সংস্থা। এ দেশে বিষয়টি খতিয়ে দেখছে ডিবি পুলিশ।