সরকার নেদারল্যান্ডস ও ইতালিতে দুই পেশাদার কূটনীতিককে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৯ জুন) দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের ঘোষণা দেয়।
নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা তারেক মোহাম্মদকে। তিনি বর্তমানে কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত আছেন।
তারেক মোহাম্মদ নেদারল্যান্ডসে বর্তমান রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে রিয়াজ হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে আসছেন।
ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা এটিএম রকিবুল হককে।
রকিবুল হক বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক। তিনি এর আগে দিল্লিতে বাংলাদেশে উপহাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।
ইতালিতে রকিবুল হক রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। মনিরুল ইসলাম সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন।