৮০ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নেবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ জুন ২০২৪, ১০:৩৫

বাংলাদেশ থেকে ৮০ ক্যাটাগরিতে লোক নিতে চায় জাপানের দুটি কোম্পানি। তবে প্রথম ধাপে কোন ক্যাটাগরিতে আর কত সংখ্যক লোক নেবে, সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানগুলো।
রোববার (৯ জুন) বিকেলে জাপানে শ্রমশক্তি রপ্তানি সংক্রান্ত দুটি কোম্পানির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ দক্ষ জনবল রয়েছে। তাদের চাহিদা অনুযায়ী জাপান সরকারের মাধ্যমে আবেদন সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে সৃষ্ট সংকটের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের অভিযোগ এরই মধ্যে ই-মেইলের মাধ্যমে এসেছে। তবে কী পরিমাণ অভিযোগ জমা পড়েছে, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া-সংক্রান্ত সব বিষয়ে তদন্ত কমিটির সঙ্গে বসা হবে। এরপর যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।