সিলেট: সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টে বেড়াতে গিয়ে নিখোঁজ শামীম আলী (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ১২টায় পানিতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শামীম মিয়া সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার (২৯ জুন) রাতারগুল জলাবনে বাইসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল চার কিশোর। সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদীর পানিতে নামতে গেলে শামীম পানিতে তলিয়ে যান। তবে অন্য তিনজন নদী তীরে উঠতে সক্ষম হন। একপর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও শুক্রবার তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আলো স্বল্পতায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।