নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৌদি প্রবাসী জাকির হোসেনের ৪তলা বাড়ি ঘেরাও করে রেখেছে এন্টি টেররিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকেই বাড়িটি ঘিরে রেখেছেন তারা।
এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার (অপারেশন) সানোয়ার হোসেন জানান, গত ৫ জুন নরসিংদী থেকে একজন ‘জঙ্গি’ আটক করা হয়। গত ১ জুলাই কক্সবাজার থেকে অপর এক নারী আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় প্রবাসী জাকিরের ৪তলা বাড়িতে একাধিক জঙ্গি থাকার কথা রয়েছে। তাই আজ সকাল ১০টা থেকে পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়ির ভেতরে তল্লাশি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।