হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা-কালনী নদীর পানির প্রবল স্রোতে কৈয়ারঢালা স্লুইচ গেট সংলগ্ন সড়কের একটি অংশ ভেঙে প্লাবিত হয়েছে বদলপুর ও কাকাইলছেও ইউনিয়ন এবং পাশের বানিয়াচং উপজেলার হাওড় ও নিম্নাঞ্চল।
কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা-কালনী নদীর পানি গতকাল বৃহস্পতিবার বিপদসীমা অতিক্রম করে। পানির তীব্র স্রোতে আজ শুক্রবার সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, আজমিরীগঞ্জে কুশিয়ারা-কালনী ও ভেড়া মোহনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানির চাপে কৈয়ারঢালা স্লুইচ গেইট সংলগ্ন সড়কে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।