বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা

ডেস্ক রিপোর্ট
  ১৪ জুলাই ২০২৪, ১৩:০৬

কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে বঙ্গভবন উদ্দেশে যাত্রা করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তারা। শাহবাগ থেকে মৎস্য ভবন এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত এ তাদের এ গণপদযাত্রা চলবে জানানো হয়েছে। 
পায়ে হেঁটে বিশাল মিছিল নিয়ে ঢাবিতে জবি শিক্ষার্থীরাপায়ে হেঁটে বিশাল মিছিল নিয়ে ঢাবিতে জবি শিক্ষার্থীরা
এতে  গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সাত কলেজ, শেরে বাংলা কলেজসহ ঢাকার  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। 
গণপদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরাগণপদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
এর আগে সকাল সাড়ে ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁঠালতলার সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পথযাত্রা শুরু করে। পথযাত্রাটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তাঁতীবাজর পার হয়ে গোলাপশাহ মাজার(গুলিস্তান)  হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এসে দুপুর ১২টায় মিলিত হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে বঙ্গভবনের অভিমুখে স্মারকলিপি প্রদানের জন্য রওয়ানা দেয়।