দুই দিনের সরকারি সফরে কাতার গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান

অনলাইন ডেস্ক
  ২৩ মার্চ ২০২২, ০৯:৪৭
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

দুই দিনের সরকারি সফরে কাতার গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার (২০ মার্চ) তিনি দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

আইএসপিআর জানিয়েছে, কাতারে অবস্থানকালে সেনাপ্রধান দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স-২০২২ এবং মিডল ইস্ট নেভাল কমান্ডারস কনফারেন্সে অংশগ্রহণ করবেন।