সিলেট জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্লিডার (সিভিল মামলায় সরকারি আইনজীবী) হিসেবে যোগদান করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং প্রবীণ আইনজীবী শামীম আহমেদ সিদ্দিকী। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে সমগ্র দেশের আদালত পাড়া বদলে গেছে। উচ্চ আদালত থেকে শুরু করে জেলা পর্যায়ের আদালতে নতুন করে সরকারি কৌঁসুলি নিয়োগ দিতে হয়েছে। এরই ধারাবাহিকতায় আইন মন্ত্রণালয়ের ১৬ অক্টোবর করা এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা আদালতে জিপি, পিপি সহ অন্যান্য সহকারী কৌঁসুলিদের নিয়োগ দেয়া হয়।
২১ অক্টোবর সোমবার সিলেট জেলা ও দায়রা জজের কাছে অ্যাডভোকেট শামীম আহমেদ সিদ্দিকী তাঁর যোগদান পত্র জমা করেছেন। অন্যান্য সরকারি কৌঁসুলিরাও এরমধ্যে কাজে যোগদান করেছেন বলে জানা গেছে। গত প্রায় দুই মাস থেকে সরকারি কৌঁসুলিদের অভাবে মামলা জটে পড়েছে আদালত পাড়া। জিপি, পিপি নিয়োগের মাধ্যমে আদালতে বিচারকার্য ত্বরান্বিত হবে।
আশির দশকের তুখোড় ছাত্রনেতা শামীম আহমেদ সিদ্দিকী দীর্ঘদিন থেকে সিলেট জেলা বারে সুনামের সাথে আইনপেশা চালিয়ে আসছেন। জিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর শামীম আহমেদ সিদ্দিকী প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেছেন ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন। তাঁর উপর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব সুনামের সাথে যেন পালন করতে পারেন, এ নিয়ে তিনি সর্বমহলের সমর্থন, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।