নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত পাঁচ বাংলাদেশি কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মোশারফ ভূঁইয়া ও মারুফ উদ্দিন (সার্জেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত), এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম ট্রাফিক পুলিশে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৭ জুন শুক্রবার পুলিশ হেডকোয়ার্টারে এক জমকালো অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ তাদের হাতে পদোন্নতির সনদ তুলে দেন।
পদোন্নতির আগে মোশারফ হোসেন ভূঁইয়া পিএসএ-৩ এ কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার কৃতি সন্তান। তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ২০০৫ সালে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশে কর্মরত অবস্থায় মোশারফ হোসেন ভূঁইয়া মানিকগঞ্জ জেলা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি তাঁর স্ত্রীসহ নিউইয়র্কে পাড়ি জমান। ২০১৭ সালে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন তিনি।
ব্যক্তিগত জীবনে মোশারফ হোসেন ভূঁইয়া দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী এনওয়াইপিডির একজন সিভিলিয়ান ( ট্রাফিক এজেন্ট) হিসেবে কুইন্স নর্থে কর্মরত রয়েছেন।
চট্টগ্রাম শহরের পোস্তার পাড়ের কৃতি সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে সাউথ ইন্টারসেকশন কন্ট্রোলে (এসআইসি ) ট্রাফিক এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
সাইফুল ইসলাম তার এই সাফল্য অর্জনের পেছনে বাবা-মা, সহধর্মিনী ও ভাই-বোনদের অবদানের পাশাপাশি বন্ধুবান্ধবদের অনুপ্রেরণার কথা জানান।
বাপা’র মিডিয়া লিয়াজোঁ ও ডিটেক্টিভ জামিল সরোয়ার জানান, বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরি হয়। এই পাঁচ জনের পদোন্নতিতে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা’র ইভেন্ট কর্ডিনেটর লেফটেন্যান্ট শেখ আহমেদ, বাপা’র ট্রাস্টি ও পুলিশ অফিসার সোনিয়া বড়ুয়া, বাপা’র সাবেক নেতৃবৃন্দ, বাপা’র সদস্যসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।
এই পদোন্নতিতে বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম প্রিন্স এবং সেক্রেটারি ও ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।