নিউইয়র্ক সিটির  আবাসন সংকটে মামদানির নজর গৃহায়নে

ডেস্ক রিপোর্ট
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:১২

নিউইয়র্ক সিটিতে গৃহহীনদের বিষয়ে আগের প্রশাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গৃহহীনদের বসবাসের তাঁবুগুলো ভেঙে দেওয়ার পরিবর্তে তাদের বাড়িঘরে আশ্রয় দেওয়ার বিষয়ে নজর দিতে চান বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মামদানি জানান, গৃহহীন মানুষদের উচ্ছেদ নয়, বরং স্থায়ী বাসস্থানে আশ্রয় নিশ্চিত করাই হবে তার প্রশাসনের প্রধান লক্ষ্য। এবিসি।
নিউইয়র্ক সিটিতে শীতের তীব্র ঠান্ডায় বহু গৃহহীনকে শহরের সাবওয়ে স্টেশনে আশ্রয় নিতে দেখেছে আইউইটনেস নিউজ। আশ্রয় গ্রহণকারীদের মধ্যে ছিলেন হ্যারিয়েট নামের এক নারী। তিনি বলেন, কিছুই করা হচ্ছে না। অস্থায়ী কোথাও মাথা গোঁজার ঠাঁই হওয়ার কথা ছিল।
হ্যারিয়েট জানেন না তিনি কোথায় যাবেন। এমন পরিস্থিতিতে মামদানি সাংবাদিকদের বলেন, গৃহহীনতা প্রশ্নের উত্তর নিহিত গৃহায়নের মধ্যে। তিনি মনে করেন, গৃহহীনদের সহায়ক কিংবা ভাড়া বাসার মতো যেকোনো ধরনের স্থানে থাকার সুযোগ করে দিতে হবে। এর আগে সাবেক মেয়র এরিক অ্যাডামস গৃহহীনদের সঙ্গে যুক্ত কিছু অপরাধমূলক ঘটনার পর কঠোর নীতি গ্রহণ করেন। তিনি সাবওয়ে ও রাস্তায় ধূমপান, মাদকসেবন বা ঘুমানোর মতো কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেন এবং গৃহহীন ক্যাম্প অপসারণে পুলিশ ও আউটরিচ কর্মীদের নিয়োজিত করেন। তার প্রশাসনের নির্দেশে পুলিশ কর্মকর্তারা ‘জীবনমান’ লঙ্ঘনের অপরাধে গৃহহীনদের তাঁবুগুলো সরিয়ে দেন। অন্যদিকে মামদানি মনে করেন, এ ধরনের ক্যাম্প উচ্ছেদ অমানবিক। তিনি বলেন, ‘যদি আপনি গৃহহীন মানুষদের তাদের প্রয়োজনীয় বাসস্থানের ব্যবস্থা করতে না পারেন, তবে আপনার কোনো পদক্ষেপকেই সফল বলা যায় না।’ কোয়ালিশন ফর দ্য হোমলেস-এর নির্বাহী পরিচালক ডেভ গিফেন বলেন, ‘পর্যাপ্ত স্থায়ী বাসস্থান তৈরি ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। তবে এখনো কোনো মেয়রই এতে সফল হতে পারেননি।’