
রিয়াদ থেকে: নাচ, গান, সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ উৎসব সম্পন্ন হয়েছে। চার দিনব্যাপী এই উৎসব সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা হয়ে উঠেছিল।
সৌদি সরকারের উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল হারমনি’ প্রোগ্রামের রিয়াদ সিজনের শেষ দিনে শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় বাংলাদেশি শিল্পী আসিফ আকবর। উপস্থিত দর্শক-শ্রোতাদের জন্য তিনি নিজের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।
শুক্রবার উৎসবের শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও অংশ নেন শিল্পী আকাশ মাহমুদ, ইশরাত জাহান জুই, পুষ্পিতা মিত্র, ডিজে তুরিন প্রমুখ।
গত ১১ নভেম্বর থেকে শুরু হয় চার দিনব্যাপী বাংলাদেশ উৎসব। সৌদি সরকারের গ্লোবাল হারমনি উদ্যোগের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব রিয়াদ সিজন হিসেবে পরিচিত।
উৎসবের শেষ দিনে বাংলাদেশের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্যারেড
উৎসবে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন ছিল। চার দিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার শেষ হয়।
সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য সৌদি আরবের বাসিন্দাদের বৈচিত্র্যময় জীবনধারা, সামাজিক ও বিনোদনমূলক কার্যকলাপ, অর্থনীতিতে অবদান, সাফল্যের গল্প এবং সৌদি সমাজের সাংস্কৃতিক একত্রীকরণ তুলে ধরা।
সৌদি শহরগুলোতে জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারি-বেসরকারি খাতের প্রচেষ্টাকেও তুলে ধরা হবে। উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় এই ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে।
রিয়াদে এবার দ্বিতীয় বারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ বছর গ্লোবাল হারমনিতে ১৪টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিশর, উগান্ডা, ইয়েমেন, সুদান, সিরিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশ এবার গ্লোবাল হারমনিতে অংশ নিচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের উৎসব চলবে।