খালেদা জিয়ার নামে টরেন্টোর বাংলা টাউনে ড্যানফোর্থ ইসলামিক সেন্টারে অনুদান ও দোয়া

ডেস্ক রিপোর্ট
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫

কানাডার টরন্টোর বাংলা টাউনে ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের নবনির্মিত মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এক জায়নামাজের পরিমাণ জায়গার হাদিয়া অনুদান প্রদান এবং তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বেগম জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশার প্রতীক। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় দীর্ঘদিন তার আপসহীন নেতৃত্ব আজও মানুষের মনে গভীরভাবে স্থান করে আছে।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংকটের প্রতিটি কঠিন সময়ে তিনি দৃঢ় নেতৃত্ব দেখিয়েছেন। বর্তমান শারীরিক সংকটের মুহূর্তে তার সুস্থতা শুধু পরিবারের জন্য নয়, পুরো জাতির স্থিতি, শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে-বিদেশে অসংখ্য মানুষ আজ তার জন্য দোয়া করছেন—যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।
কানাডা যুবদল নেতা এবং সিলেটের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী আলী হোসেনের উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খন্দকার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিম, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনি, টরন্টো সিটি বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, অন্টারিও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সাবেক সভাপতি নওয়াজ চৌধুরী সাজু, জাহিদুল ইলামসহ আরও অনেকে।
ড্যানফোর্থ ইসলামিক সেন্টারে সোমবার রাত সাড়ে সাতটায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন সেন্টারের প্রধান ইমাম ও খতিব মৌলানা ফারুক আহমদ। দোয়া শেষে ইমাম মাওলানা ফারুক আহমদ এবং পরিচালক হেলাল চৌধুরীর হাতে নবনির্মিত মসজিদে বেগম খালেদা জিয়ার নামে এক মুসল্লার জায়গার অনুদান তুলে দেন আলী হোসেন, মঈন উদ্দিন চৌধুরী, গোলাম রনি, আবু জাহেদ আলম, রায়হান মজিদ, বিল্লাল চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, সৈয়দ আমিনুল ইসলাম, মেহদী মারুফ, রিমন ইসলাম, এজাজ খান, আবুল কালাম বুরহান ও তানভীর চৌধুরী প্রমুখ।
বক্তব্যে বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক অবদান ও জাতীয় জীবনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন এবং তার সম্পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।