লন্ডনে মাসব্যাপী ‘বিজয়ফুল’ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৮


মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার নিয়ে লন্ডনে মাসব্যাপী ‘বিজয়ফুল’ কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচিে আয়োজন করা হয়।
কনকনে শীত উপেক্ষা করে সন্ধ্যা ৬টা ১ মিনিটে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গান পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে স্যালুট এবং অংশগ্রহণকারীদের পরস্পরকে বিজয়ফুল পরানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করা হয়। ‘ডিসেম্বরে প্রতিদিন বিজয়ফুল পরুন’ স্লোগানে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের গল্প বলা এবং বিজয়ফুল পরিধানের আহ্বান জানানো হয়।
বিজয়ফুলের সমন্বয়ক কবি মিলটন রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, ফয়জুর রহমান খান, আবু মুসা হাসান, বিজয়ফুলের স্বপ্নদ্রষ্টা কবি শামীম আজাদ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, কবি স্টিফেন ওয়াটস ও মাইক র‌্যাগেট। দেশাত্মবোধক গান ও জাতীয় সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শম্পা কুণ্ড ও ডা. জয়িতা দাস গুপ্তা।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের লুপ্ত চেতনা পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত করতে বিজয়ফুল কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসে কিছু মুক্তিযোদ্ধা অপমান–লাঞ্ছনার শিকার হচ্ছেন বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।
২০০৬ সাল থেকে পৃথিবীর নানা দেশে পালিত এ কর্মসূচি এখন প্রবাসী বাংলাদেশিদের কাছে মুক্তিযুদ্ধের প্রতীকে পরিণত হয়েছে। শিশু–কিশোররা যখন পাঁচটি সবুজ পাপড়ি ও লাল বৃত্ত দিয়ে বিজয়ফুল তৈরি করে, তখন মুক্তিযোদ্ধারা পাশে বসে তাদের ১৯৭১–এর গল্প শোনান—যেখানে লাল বৃত্ত বিজয়ের সূর্য, আর পাপড়িগুলো ধর্মনিরপেক্ষতা ও মৌলিক অধিকারের প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, স্মৃতি আজাদ, সেলিনা শেলী, রীনা দাস, সৈয়দা কলি পাশা, কবি কাবেরী মুখার্জি, উদয় শংকর দূর্জয়সহ অনেকে। বিজয়ফুলের আন্তর্জাতিক শুভেচ্ছাদূত ডা. সেলিম জাহান এবং লন্ডনের শুভেচ্ছাদূত গৌরী চৌধুরী ও ঊর্মি মাযহার।
বিজয়ফুল এর ওয়েবসাইট www.bijoyphool.co.uk এবং The university of Oxford/UCL 'Portrait EMB research project - www.portraitemb.co.uk তে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে।