লন্ডনে বাংলাদেশ সেন্টারের সভায় নাজেহাল হাইকমিশনার আবিদা ইসলাম

ডেস্ক রিপোর্ট
  ১৯ নভেম্বর ২০২৫, ১৪:১০


লন্ডনের বাংলাদেশ সেন্টারের দীর্ঘদিনের দ্বন্দ্ব আবারও চরমে উঠেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার উত্তর লন্ডনের কেনসিংটনে সেন্টারের ভবনে কাউন্সিল অব ম্যানেজমেন্টের সভা ডাকেন লন্ডনে নিযুক্ত হাইকমিশনার ও সেন্টারের চেয়ারম্যান আবিদা ইসলাম। তবে সেখানে পৌঁছেই সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ কমিটির কয়েকজন নেতার বাগ্‌বিতণ্ডায় তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সভায় গণমাধ্যম উপস্থিতির বিষয়ে প্রশ্ন করতেই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়। হট্টগোলের কারণে বক্তব্য দিতে না পেরে হাইকমিশনার সেন্টার ত্যাগ করেন। তাঁর সঙ্গে থাকা কর্মকর্তাদের সঙ্গেও দেলোয়ারপন্থীদের তর্ক-বিতর্ক হয়।
দেলোয়ারপন্থীদের অভিযোগ, হাইকমিশনের নবনিযুক্ত এক কর্মকর্তা দেশে গেলে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন। প্রায় ২০ মিনিট পর ব্রিটিশ পুলিশের উপস্থিতিতে হাইকমিশনার আবার সেন্টারে ফিরে এসে সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন।
দেলোয়ার হোসেন বলেন, হাইকমিশনার নির্বাচিত কমিটির সঙ্গে যোগাযোগ না করেই সভা ডাকেন। গঠনতন্ত্র অনুযায়ী তার ভোটাধিকার নেই বলেও দাবি করেন তিনি। এদিকে বর্তমান কমিটির মেয়াদ ২৬ নভেম্বর শেষ হলেও সাধারণ সদস্যদের কণ্ঠভোটে এক বছর বাড়ানো হয়েছে বলে জানান তিনি। তাই নির্বাচন নয়, বরং শিগগিরই তারা গঠনতন্ত্র সংশোধনসহ পরবর্তী করণীয় ঠিক করবেন।
অন্যদিকে অধ্যাপক শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে দেলোয়ারকে দায়ী করা হয়।
হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, বিব্রতকর পরিস্থিতি সত্ত্বেও দায়িত্বের জায়গা থেকে তিনি ফিরে এসেছেন। বিভেদ নিরসনে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। পাশাপাশি ২৬ নভেম্বর কমিটির মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নতুন নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন।