
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন কুয়েত শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি মো. মাইন উদ্দিন। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শামস।
মাহফিল শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন নেতারা।