
উৎসবমুখর পরিবেশে জর্জিয়ার গ্লোবাল মল অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো প্যানেলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। উভয় প্যানেল থেকেই বিভিন্ন পদে সদস্যরা নির্বাচিত হয়েছেন।
বাবুল–হাসান প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আরেফিন বাবুল। শামিম–শান্ত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহমেদ হাসান শান্ত।
অন্যান্য নির্বাচিতরা হলেন— সহসভাপতি জাহিদ ইসলাম শ্যামল (শামিম–শান্ত প্যানেল), সঞ্জয় দাস রিপন (বাবুল–হাসান প্যানেল), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন খান (শামিম–শান্ত প্যানেল), অর্থ সম্পাদক নীপা দাস (শামিম–শান্ত প্যানেল), সাংগঠনিক সম্পাদক আহমেদ রউফ সাদি (বাবুল–হাসান প্যানেল), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সিন্ধা দত্ত মনি (বাবুল–হাসান প্যানেল), জনসংযোগ সম্পাদক মেহজাবিন নাজ (শামিম–শান্ত প্যানেল), ক্রীড়া সম্পাদক রেদোওয়ান পলাশ (শামিম–শান্ত প্যানেল), নির্বাহী সদস্য পদে নির্বাচিত পাঁচজনের মধ্যে শামিম–শান্ত প্যানেলের আবু তালুকদার, নাজমিয়া মাহতাব জারা ও বেলায়েত হোসেন রতন এবং বাবুল–হাসান প্যানেলের মোহাম্মদ হুমায়ূন কবীর ও সোহরাব উদ্দিন আহমেদ আছেন।
শামিম–শান্ত প্যানেলের আমির হোসেন এবং বাবুল–হাসান প্যানেলের হুমায়ূন কবীর সমান (১ হাজার ৫২৭) ভোট পেলে তাৎক্ষণিক লটারির মাধ্যমে হুমায়ূন কবীরকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার রেজা করীম। কমিশনে আরও ছিলেন মোহাম্মদ খান রাসেল, ইলা চন্দ, মহিন উদ্দিন দুলাল ও রাসেল ভূঁইয়া।