মাইলস্টোন ট্র্যাজেডিতে পাকিস্তানি অভিনেত্রীর শোক

বিনোদন ডেস্ক
  ২৩ জুলাই ২০২৫, ২২:৪৯


রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় কাঁপছে পুরো দেশ। হৃদয়বিদারক এই ঘটনায় ৩১ জনের প্রাণহানি ও শতাধিক আহত হওয়ার খবরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।
বুধবার (২৩ জুলাই) এক শোকবার্তায় ইয়ুমনা লেখেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।’
পোস্টের সঙ্গে তিনি যুক্ত করেন বাংলাদেশের পতাকা ও ভালোবাসার ইমোজি। যা বাংলাদেশিদের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছে।
শুধু ইয়ুমনা জায়েদিই নন, আরও কয়েকজন পাকিস্তানি শিল্পী সামাজিক মাধ্যমে বাংলাদেশের দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। তাদের ভাষায়, এই ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। বিশেষ করে যখন নিহতদের অধিকাংশই শিশু।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রশিক্ষণরত একটি বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে।