পাকিস্তানে টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বন্যাজনিত ঘটনায় দেশটিতে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ছয়জন।
বুধবার (২৩ জুলাই) এক হালনাগাদ প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, গত ২৬ জুন থেকে শুরু হওয়া ভারী মৌসুমি বৃষ্টিতে এখন পর্যন্ত মোট ২৪২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী এবং শিশুও রয়েছে।
এনডিএমএর তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে আহত হয়েছেন মোট ৫৯৮ জন। ভারী বর্ষণে এখন পর্যন্ত ৮০৪টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটির আগের এক প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ। সেখানে ১৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪৭০ জন। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৮টি বাড়ি, সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ২৪টি।
এছাড়া, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৪০ জনের মৃত্যু ও ৬৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে ১৪২টি বাড়ি আংশিক এবং ৭৮টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
সিন্ধু প্রদেশে নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন ৪০ জন। অন্তত ৫৪টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত এবং ৩৩টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
বেলুচিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন এবং আহত হয়েছেন চারজন। ওই প্রদেশে বৃষ্টিতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে আটটি বাড়ি এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫৬টি।
এনডিএমএ জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
সূত্র: এআরওয়াই নিউজ