রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে। রয়টার্সের ও তাসের খবরে বলা হয়েছে বিমান বিধ্বস্তের স্থানে ব্যাপক অনুসন্ধানের পরেও জীবিত কাউকে পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি।
রুশ সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত এন-২৪ বিমানটি অবতরণের সময় আগুন ধরে যায় এবং ঘটনাস্থলের আশপাশে এখনো কোনো জীবিত যাত্রীকে দেখা যায়নি।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এতে ছয় জন ক্রু সদস্য ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি একটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। তবে, রয়টার্স ভিডিওটির সূত্র যাচাই করতে পারেনি।
সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারিসরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি
বিধ্বস্ত বিমানটি ১৯৭৬ সালে নির্মিত। সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত হতো এটি।
কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে যথাযথ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।