মিশরকে ৪ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  ২৫ জুলাই ২০২৫, ২৩:৪১

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিশর সরকারের কাছে ৪.৬৭ বিলিয়ন ডলারের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (এনএএসএএমএস) প্যাকেজের আওতায় থাকছে—চারটি এন/এমপিকিউ-৬৪ সেনটিনেল রাডার সিস্টেম, শত শত ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক গাইডেন্স ইউনিট।
এনএএসএএমএস হলো যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথভাবে উন্নয়নকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম।
এই চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা ও ঠিকাদাররা মিসরের সামরিক বাহিনীকে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা প্রদান করবেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে, কারণ এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা এক গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র মিসরের নিরাপত্তা বৃদ্ধি করবে।
এই অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হবে ম্যাসাচুসেটস ভিত্তিক আরটিএক্স করপোরেশন, যা একটি বহুজাতিক বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা।
ডিএসসিএ জানিয়েছে, এই বিক্রয় অনুমোদনের বিষয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে প্রয়োজনীয় সার্টিফিকেশন পাঠানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা