টানা পঞ্চম দিনের মতো অভিযান ইসরায়েলি বাহিনীর

অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিনে খাদ্য ও পানির তীব্র সংকট

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২১

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে রবিবার (১ সেপ্টেম্বর) টানা পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের অংশ হিসেবে জেনিনে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা। এছাড়া ওই এলাকায় ইসরায়েলি বাহিনী স্বাস্থ্য সুবিধাগুলো বন্ধ করে দিয়েছে ও অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেছে ফরাসি চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস-এমএসএফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
জেনিন থেকে পালিয়ে যাওয়া জেনিনের এক বাসিন্দা তাহের আল-সাদি আল জাজিরাকে বলেছেন, শরণার্থী শিবিরের ভেতরে খাদ্যসহ সব ধরনের মৌলিক চাহিদা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
ওই এলাকায় আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেখানকার দোকানপাট ও রাস্তাঘাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার সেখানে আরও ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে।
গত বুধবার কোনও ধরনের ঘোষণা ছাড়াই জেনিনে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল। সাঁজোয়া যান, ড্রোন ও স্নাইপারদের সহায়তায় শত শত ইসরায়েলি সেনা এ অভিযান শুরু করে।
জেনিন পৌরসভা জানিয়েছে, ৫ দিনের অভিযানে শহরের প্রায় ৭০ শতাংশ রাস্তাঘাট ও ২০ কিলোমিটার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে জেনিনের ৮০ শতাংশ শরণার্থী শিবিরের ২০ হাজার মানুষ তীব্র পানির সংকটে ভুগছে। কয়েক দশকের মধ্যে চালানো ধ্বংসাত্মক অভিযান ৫ দিনে অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
জেনিন শহর থেকে আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, সেখানে আমার দেখা সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান এটি।
তিনি বলেন, ‘সামরিক বাহিনীর দখলে থাকা ফিলিস্তিনিদের নিজের শহরের ওপর কোন নিয়ন্ত্রণ নেই। শহরের রাস্তাঘাট তার নিজের নয়। নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা, তা তিনি জানেন না। এমনকি তার বাড়িটি নিরাপদ আছে কিনা, তাও তিনি জানেন না।’
গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ৬৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।