অফিসের ডেস্ক যেভাবে সাজাবেন

লাইফস্টাইল ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৫, ২৩:৪২

দিনের অনেকটা সময় আমাদের অফিসে কাটাতে হয়। সারাদিনের কাজের চাপের কারণে অফিসের সাজানো ডেস্ক অগোছাল হতে বাধ্য। স্বাভাবিকভাবেই অপরিচ্ছন্ন জায়গায় বসে কাজে মন দেওয়া সম্ভব নয়। তাই কাজের জন্য প্রয়োজনীয় সব যথাস্থানে গুছিয়ে রাখাটা জরুরি। প্রতিটি জিনিস সুন্দর করে গুছিয়ে রাখলে টেবিল সুন্দর দেখাবে, সঙ্গে কাজ করতে ভালো লাগবে।

আসুন জেনে নেওয়া যাক অফিসের ডেস্ক সুন্দর করে কীভাবে সাজাবেন-

প্রয়োজনীয় জিনিস রাখুন গুছিয়ে
ডেস্কের প্রয়োজনীয় জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় থাকলে ভালো দেখায় না। কাজে মন বসবে না। কাজেও ব্যাঘাত ঘটে। তাই কলম, কাগজ, ফোন সব যথাস্থানে গুছিয়ে রাখাটা অনেক জরুরি। এছাড়া সুন্দর হোল্ডার কিনে তাতে কলম, পেন্সিল, সেলোটেপ, কাঁচি, মার্কার সবকিছুই সাজিয়ে রাখতে পারেন। জরুরি কিছু লেখার জন্য প্যাড, রঙিন স্টিকি নোটসও রাখতে পারেন। প্রয়োজনীয় কাগজ গুছিয়ে নির্দিষ্ট ফাইলে রাখুন। টেবিলের ওপর অপ্রয়োজনীয় কাগজপত্র জমতে দেবেন না। সবকিছু গুছিয়ে সুন্দর করে রাখুন। দেখতে ভালো লাগবে।

ডেস্ক সাজান সবুজ দিয়ে
ডেস্কে এক টুকরো সবুজের ছোঁয়া রাখতে পারেন। অল্প আলো ও পরিচর্যায় ভালো থাকে বাজারে এমন ইনডোর প্ল্যান্ট রয়েছে। সুলভ মূল্যের এসব প্ল্যান্ট পাওয়া যায়। কাঁচের বোতল হোক বা পাত্র, পানিতেই বেড়ে ওঠা গাছ অফিসের টেবিলের পাশে রাখতে পারেন। যা আপনার চোখ ও মনকে আরাম দেবে।

রঙিন জিনিসপত্র
অনেক জিনিস দিয়ে কাজের টেবিল রঙিন জিনিসপত্র দিয়ে সাজাতে পারেন। এই রঙিন জিনিসগুলো আপনার ডেস্কে বৈচিত্র্য আনবে। তাই বিভিন্ন উজ্জ্বল রঙের জিনিস কিনুন। এতে করে টেবিল রংচঙে দেখাবে। মনটা ভালো হবে। কাজেরও আগ্রহ বৃদ্ধি পাবে।

সুগন্ধি ছড়িয়ে দিন
বর্তমানের অধিকাংশ কর্মক্ষেত্রে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহৃত হয়, তাই অফিসকক্ষ বদ্ধ থাকে। একারণে হালকা সুগন্ধির ব্যবস্থা করতে পারেন। সুগন্ধির জন্য এয়ারফ্রেশনার ব্যবহার করতে পারেন। এছাড়া প্রাকৃতিকভাবে সুগন্ধ রাখতে তাজা ফুলও রাখতে পারেন। এতে চারপাশে যে হালকা সুবাস ছড়িয়ে যাবে, তা আপনার মনকেও সতেজ রাখবে। তবে মাত্রাতিরিক্ত ও কড়া সুগন্ধি বর্জন করুন।

ডেস্কের নিচের জায়গার যথাযথ ব্যবহার
অফিস ডেস্কের নিচে বেশ খানিকটা জায়গা থাকে, যা বেশির ভাগ সময়ই অব্যবহৃত থাকে। এই জায়গা একটু পরিকল্পনা করে ব্যবহার করতে পারেন। ডেস্কের নিচে আলাদা ঝুড়ি বা ড্রয়ার যোগ করলে বেশ কিছুটা জায়গা পাওয়া যায়, সেখানে প্রতিদিনের অল্প ব্যবহৃত জিনিসগুলো রাখতে পারেন।

রাখতে পারেন অর্গানাইজার শেলফ
অগোছাল ডেস্ককে গুছিয়ে রাখার জন্য অর্গানাইজার শেলফ ব্যবহার করতে পারেন। বাজারে এখন বিভিন্ন ধরনের অর্গানাইজার পাওয়া যায়। কী ধরনের জিনিস গুছিয়ে রাখতে চান, সেটি মাথায় রেখে অর্গানাইজার কিনতে পারেন অফিস ডেস্কের জন্য। অবশ্যই সেটা হবে অফিসের উপযোগী।