মাহবুব কবীর মিলনের স্টাটাস

‘সিন্ডিকেট অকার্যকর করতে ভোক্তা অধিকারের ভূমিকা অপরিসীম’

ডেস্ক রিপোর্ট
  ১২ অক্টোবর ২০২৪, ২২:৩৫

ভোক্তার অধিকার রক্ষা এবং সিন্ডিকেট অকার্যকর করতে করণীয় সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দিয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থেকে অবসরে যাওয়া আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে তিনি কিছু পরামর্শও দিয়েছেন।
মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘ভোক্তার অধিকার রক্ষা এবং সিন্ডিকেট অকার্যকর করতে ভোক্তা অধিকারের ভূমিকা অপরিসীম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ভোক্তা অধিকারকে অধিকতর ক্ষমতাশালী করার জন্য ২০০৯ সালের মূল আইনের সংশোধনী খসড়া রেডি করা হয়েছিল। বহুলাংশে প্রয়োজন জনবল বৃদ্ধি করা। সংশোধনীতে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ২০১৭ সালে।’
সাবেক এই অতিরিক্ত সচিব কিছুটা ক্ষোভের সঙ্গে লিখেছেন, ‘সংশোধনী খসড়া এ মন্ত্রণালয়, সে মন্ত্রণালয়, অধিদপ্তর, টানাহেঁচড়ায় আজ ছয় বছর ধরে পড়ে আছে মন্ত্রণালয়ে।’
তিনি আরও লিখেছেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন যুগোপযোগী এবং অধিকতর ক্ষমতাশালী করে সংশোধনী খসড়া রেডি করা হয়েছিল। মন্ত্রণালয় আর কর্তৃপক্ষের টানাহেঁচড়ায় চার বছর পার হয়ে গেছে। খাদ্য মন্ত্রণালয়ে পড়ে আছে দুই বছর যাবত।’
সবশেষে মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘এগুলো পাস করতে খুব বেশি হলে ছয় মাস লাগার কথা। এই হচ্ছে আমাদের ডেডিকেশন, কমিটমেন্ট এবং ইন্টিগ্রিটি! জনকল্যাণে আমলাতন্ত্র।’