চাকরির আবেদন ফি নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট
  ১৯ অক্টোবর ২০২৪, ২৩:০৫

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা।’
তিনি লিখেছেন, ‘বিদ্যুৎ (ডিপিডিসি, ডেসকো, নেসকো, এনডব্লিউপিজিসিএল, সিজিপিজিসিএল, আশুগঞ্জ+ যে কোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে ১৫০০ টাকা।’
এই সমন্বয়ক আরও লিখেছেন, ‘এগুলো বেকারদের সাথে প্রহসন। চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’