বাংলাদেশের যুবদের কর্মক্ষেত্রে প্রস্তুতের জন্য কাজ করছে ইইউ

ডেস্ক রিপোর্ট
  ১৫ জুলাই ২০২৫, ২০:৩২

দক্ষতায় পরিবর্তন আসে, সম্ভাবনায় তৈরি হয় নতুন পথ। বিশ্ব যুব দক্ষতা দিবসে বাংলাদেশের তারুণ্যের সেই সম্ভাবনাকেই উদযাপন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ব যুব দক্ষতা দিবসের দশম বর্ষপূর্তিতে ঢাকায় ইইউ দূতাবাস এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশের তরুণদের উদ্যম, সৃজনশীলতা ও স্বপ্নের প্রতি তাদের আস্থা অটুট।
বার্তায় উল্লেখ করা হয়, কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, সেই প্রতিশ্রুতি নিয়েই আমরা কাজ করছি। দক্ষতা জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। আসুন আমরা একসঙ্গে ভবিষ্যৎ গড়ি।
ইইউ জানিয়েছে, বাংলাদেশের সরকারকে সঙ্গে নিয়ে তারা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার জন্য বাজেট সহায়তা দিচ্ছে। যেন তরুণ-তরুণীরা সহজেই শ্রমবাজারের জন্য প্রস্তুত হতে পারেন।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়, দক্ষতা, গতিশীলতা ও সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নে ইইউ বাংলাদেশের পাশে থাকতে গর্ববোধ করে।
তাদের ট্যালেন্ট পার্টনারশিপ প্রজেক্ট বাংলাদেশের যুবদের জন্য দেশে ও বিদেশে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়নে সহায়তা করছে। এর মাধ্যমে তরুণরা যেন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
এছাড়া, এরাসমাস প্লাস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছে, যা তাদের বৈশ্বিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আজীবন বন্ধুত্ব তৈরির পথ খুলে দিচ্ছে।
এ বছর বিশ্ব যুব দক্ষতা দিবসের ১০ম বর্ষে থিম নির্ধারিত হয়েছে- ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন’। জাতিসংঘের মতে, চতুর্থ শিল্প বিপ্লব যখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অর্থনীতিকে রূপান্তর করছে, তখন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থারও রূপান্তর প্রয়োজন। যাতে তরুণরা ভবিষ্যতের কাজের জন্য উপযুক্ত হতে পারে।
তাদের মতে, এআই আমাদের শেখার, কাজ করার এবং বাঁচার পদ্ধতিকে পাল্টে দিচ্ছে। তবে সঠিকভাবে এবং সমতার সঙ্গে প্রয়োগ না হলে তা নতুন বৈষম্য ও ঝুঁকির জন্ম দিতে পারে।
২০১৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে ঘোষণা করে। যাতে বিশ্বজুড়ে তরুণদের কর্মসংস্থান, মর্যাদাপূর্ণ কাজ এবং উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা যায়।