দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি রেসার অভিক আনোয়ার

স্পোর্টস ডেস্ক
  ২৬ জুলাই ২০২৫, ২০:২৩
আপডেট  : ২৬ জুলাই ২০২৫, ২০:২৪

বাংলাদেশের মোটরস্পোর্টস জগতের পথিকৃৎ ও দেশের অন্যতম সফল রেসার অভিক আনোয়ার মালয়েশিয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত রেস চলাকালে তার গাড়িটি মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়।
অভিক আনোয়ারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ‘অভিকের গাড়ি রেস চলাকালে দুর্ঘটনায় পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার মধ্যে রয়েছেন। সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন।’
এর আগে রেস শুরুর আগে এক পোস্টে অভিক লিখেছিলেন, ‘গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পজিশনে ছিলাম। যদি টার্ন ৫ এবং ৬-এ গাড়িটি হঠাৎ স্লাইড না করত, তাহলে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। ইনশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা করে নেওয়ার চেষ্টা করব।’
৩৯ বছর বয়সী অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টসে এক অনন্য নাম। গত বছরের ডিসেম্বর মাসে বিশ্বের অন্যতম প্রাচীন ট্যুরিং কার রেসে প্রথমবার অংশ নিয়ে দুবাইয়ের অটোড্রোমে দুটি রেসেই পোডিয়ামে উঠে দেশের জন্য গৌরব বয়ে আনেন।