আরও একটি ম্যাচ, আবারও সেই একই চিত্র। ব্যর্থতার বলয় থেকে বের হতেই পারছেন না সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আরও একটি ম্যাচ পার করলেন তিনি নিজেকে হাতড়ে খুঁজে। তার দলও এ দিন মুখ থুবড়ে পড়ল ঘরের মাঠে। সাকিবদের পর্যদুস্ত করে রেকর্ডের পাতায় নাম লেখালেন চিরসবুজ ইমরান তাহির।
আগের তিন ম্যাচে স্রেফ এক ওভার করে বোলিং পাওয়া সাকিব এ দিন একটি ওভার বেশি হাত ঘোরাতে পারলেন। কিন্তু ২ ওভারে ১৬ রান দিয়ে ধরা দিল না কোনো উইকেট। ৪৯৯ উইকেটে থাকা অলরাউন্ডারের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়ল আরও। ব্যাটিংয়ে তার প্রাপ্তি ৭ বলে ৮ রান।
অ্যান্টিগায় বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকসনকে ৮৩ রানে গুঁড়িয়ে দেয় গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স।
আক্রমণে এসে প্রথম বলেই সাকিবকে বিদায় করে ইমরান তাহিরের শুরু। একে একে শিকার ধরেন আরও চারটি। ২১ রানে ৫ উইকেট, তার ক্যারিয়ার সেরা বোলিং!
৪৬ বছর ১৪৮ দিন বয়সে এই পারফরম্যান্স দেখালেন তাহির। আইসিসির পূর্ণ সদস্য দেশের কোনো বোলার কিংবা সীমানা আরও ছড়িয়ে যদি বলা হয় ক্রিকেটের মূল স্রোতের নিয়মিত দলগুলো, তাদের মধ্যেও বয়স ৪৫ পেরিয়ে ৫ উইকেট শিকারের প্রথম নজির এটি।
তাহির ছাড়িয়ে গেছেন এখানে নিজেকেই। ২০২৪ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি ৪৪ বছর ৩২৩ দিন বয়সে।
সব মিলিয়ে তার চেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে বিশ্ব ক্রিকেটে কেবল একজনের। তার নাম কিংবা তার দেশের নামটি জানার কথা খুব কম জনেরই। ২০২২ সালে ফিজির বিপক্ষে যেদিন পাঁচ উইকেট নিলেন কুক আইল্যান্ডের তোমাকানুতে রিতাওয়া, এই অফ স্পিনারের বয়স ছিল সেদিন ৪৬ বছর ২৯৯ দিন।
তাহির যেভাবে ছুটছেন, এই রেকর্ডও তার নিজের করে নেওয়া খুবই সম্ভব।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা গায়ানার ইনিংসের অর্ধেক পেরিয়েও ধারণা করা যায়নি, দুইশর কাছাকাছি যেতে পারে তাদের স্কোর। ৮ বলে ৮ করে আউট হয়ে যান ওপেনার বেন ম্যাকডারমট। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি হলেও রানের গতি ছিল মন্থর।
পাওয়ার প্লেতে রান তুলতে পারে তারা কেবল ৩৬।
সাকিবকে আক্রমণে আনা হয় অষ্টম ওভারে। প্রথম ওভারে রান দেন তিনি ৬। পরের ওভারে তাকে একটি ছক্কা মারেন কেভলন অ্যান্ডারসন। ওই ওভার থেকে আসে ১০ রান।
ব্যস, ম্যাচে সাকিবের বোলিং অধ্যায়ের সেখানেই সমাপ্তি।
সময়টা ভালো কাটছে না সাকিব আল হাসানের। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট।
সময়টা ভালো কাটছে না সাকিব আল হাসানের। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট।
১১ ওভার শেষে গায়ানার রান ছিল ৬৬।
অবিশ্বাস্যভাবে, পরের ৯ ওভারে তারা তোলে ১৪৫ রান!
২৫ বলে ২২ রান করে অ্যান্ডাসনের বিদায়ের পর তাণ্ডবের শুরু। এরপর রানের সুনামি বয়ে যায় যেন।
শিমরন হেটমায়ার ক্রিজে গিয়ে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন। প্রথম ৩৫ রান করতে ৩৪ বল খেলে ফেলা শেই হোপ জ্বলে ওঠেন পরে।
৫৪ বলে ৮২ রানে ফেরেন হোপ। ৫টি করে চার ও ছক্কায় হেটমায়ার অপরাজিত থাকেন ২৬ বলে ৬৫ রান করে। শেষ দিকে রোমারিও শেফার্ড ৮ বলে করেন ২৫।
২০ ওভারে গায়ানা তোলে ৩ উইকেটে ২১১ রান।
রান তাড়ায় লড়াইয়ের কোনো ছাপই রাখতে পারেনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। ১৪ বলে ৩১ রান করেন কারিমা গোর, বেভন জ্যাকবস ২৫ বলে ২৬।
২৮ বল বাকি থাকতেই তারা গুটিয়ে যায় ১২৮ রানে।
সাকিব ক্রিজে যাওয়ার পরপরই একটি ছক্কা মারেন শামার জোসেফকে। কিন্তু আর এগোতে পারেননি।
প্রথম ওভারে সাকিবের পর ইমাদ ওয়াসিমের উইকেট নেন তাহির। দ্বিতীয় ওভারে আউট করেন শামার স্প্রিঙ্গারকে। তৃতীয় ওভারে উইকেটশূন্য থাকার পর চতুর্থ ওভারে উসামা মির ও ওবেড ম্যাককয়কে ফিরিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট।
আসরের চার ইনিংসে সাকিবের রান ৪৯ বল খেলে ৩৯। ব্যাটিং গড় ৯.৭৫, স্ট্রাইক রেট ৭৯.৫৯। চার ম্যাচে পাঁচ ওভার বোলিং করে উইকেট একটি।
এই হারের পরও পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। পাঁচ ম্যাচে চার পণ্টে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। তবে অন্য সব দলই খেলেছে স্রেফ দুটি করে ম্যাচ। পয়েন্ট টেবিল তাই পারফরম্যান্সের সঠিক বার্তা দিচ্ছে না। গায়ানা যেমন দুই ম্যাচের দুটিই জিতল।
সাকিবদের পরের ম্যাচ ঘরের মাঠেই রোববার বাংলাদেশ সময় রাত ৯টায়।