মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়ান সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
এরপর থেকেই মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ভিসার সুবিধা-অসুবিধা এবং খরচ নিয়ে নানা কথা সোশ্যাল মাধ্যমে আসছে।
তবে এই ভিসা চালুর মাধ্যমে নিঃসন্দেহে বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হবেন।
মাল্টিপল এন্ট্রি ভিসা :
মাল্টিপল এন্ট্রি ভিসা’র অর্থ হলো—এই ভিসায় একজন যাত্রী নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিকবার একটি দেশে যাতায়াতের অনুমতি পেয়ে থাকেন। যতদিন পর্যন্ত ভিসার মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত এই সুবিধা মেলে। বর্তমানে মালয়েশিয়ায় সিঙ্গেল ভিসা চালু আছে।
অর্থাৎ একটি ভিসার মাধ্যমে একবার দেশটিতে যাওয়া যেত।
মাল্টিপল এন্ট্রি ভিসা’র সুবিধা :
বারবার যাতায়াতের সুযোগ: ভিসার মেয়াদ চলাকালে বারবার দেশে প্রবেশ ও প্রস্থানের সুবিধা পাওয়া যায়। যেমন: ব্যবসায়ী, চিকিৎসা, শিক্ষার্থী বা প্রবাসীদের পরিবার দেখতে যাওয়ার জন্য উপযোগী।
সময় ও খরচ বাঁচে : প্রতিবার নতুন ভিসার জন্য আবেদন করতে হয় না, ফলে আবেদন ফি ও কাগজপত্রে সময় বাঁচে।
ব্যবসা বা অফিসিয়াল কাজে উপযোগী : যেসব পেশাজীবী বা ব্যবসায়ীকে প্রায়ই ভ্রমণ করতে হয়, তাদের জন্য এটি অনেক সুবিধাজনক।
পর্যটনের জন্যও ভালো: কেউ চাইলে একাধিকবার ভ্রমণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন।
নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রী হিসেবে মূল্যায়ন : মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়া ব্যক্তিকে সাধারণত ভিসা প্রদানকারী দেশ বেশি বিশ্বাসযোগ্য মনে করে।