যে কারণে আরও উঁচু হলো আইফেল টাওয়ার

নতুনধারা
  ২০ মার্চ ২০২২, ১৫:২৬

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের উচ্চতা আরও ছয় মিটার (১৯ দশমিক ৬৯ ফুট) বাড়লো। কারণ এর চূড়ায় নতুন একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং অ্যান্টেনা বসানো হয়েছে। এখন বিখ্যাত স্থাপনাটির উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটার।

গত ১৫ মার্চ একটি হেলিকপ্টারের সহায়তায় ফরাসি রেডিও প্রতিষ্ঠান টেলিডিফিউজন দ্য ফ্রান্সের ডিএবিপ্লাস নামের যন্ত্রটি যুক্ত করা হয় আইফেল টাওয়ারে। এজন্য সময় লেগেছে ১০ মিনিটেরও কম। ডিজিটাল রেডিও সংকেত প্রেরণে এটি ব্যবহার হবে।


১০০ বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল রেডিও সংকেত প্রেরণে আইফেল টাওয়ার ব্যবহার হয়ে আসছে। 


হেলিকপ্টার দিয়ে ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানো হচ্ছে আইফেল টাওয়ারে
হেলিকপ্টার দিয়ে ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানো হচ্ছে আইফেল টাওয়ারে
আইফেল টাওয়ারের উচ্চতা বৃদ্ধির ঘটনা এটাই প্রথম নয়। ২২ বছর আগে আরেকবার একটি অ্যান্টেনা স্থাপনের ফলে এর উচ্চতা বেড়েছিল। 

আমেরিকান ভ্রমণ প্রতিষ্ঠান ট্রিপঅ্যাডভাইজারের তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রের মধ্যে আইফেল টাওয়ার অন্যতম। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক এটি দেখতে যায়।

হেলিকপ্টার দিয়ে ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানো হচ্ছে আইফেল টাওয়ারে
হেলিকপ্টার দিয়ে ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানো হচ্ছে আইফেল টাওয়ারে
১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তিতে পেটা-লোহা দিয়ে বানানো হয় আইফেল টাওয়ার। এর স্থপতি ফ্রান্সের গুস্তাভ আইফেল। তখন যুক্তরাষ্ট্রের স্মারকস্তম্ভ ওয়াশিংটন মনুমেন্টকে অতিক্রম করে মানুষের বানানো বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোতে পরিণত হয় এটি। সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল চার দশক। ১৯২৯ সালে মনুষ্যনির্মিত সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি পায় নিউ ইয়র্ক সিটির ক্রাইসলার বিল্ডিং।