আমেরিকার জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’ (এসএনএল)। সেখানে উপস্থাপক ডানা কারভির চরিত্রের সমালোচনা করেছেন। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, শোটি দিনে দিনে মৃত প্রায়। এক্স (পুরনো টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে মাস্ক কারভির অভিনয়ের প্রতি নিজের মতামত ব্যক্ত করেছেন।
কারভি, মাস্কের পরিচিত ‘ডার্ক ম্যাগা’ হ্যাট পরিধান করে দক্ষিণ আফ্রিকার অ্যাকসেন্টকে অপব্যবহার করে দৃষ্টিকটু নাচের সাথে ‘ইউএসএ! ইউএসএ!’ স্লোগান দিয়ে মজা করেছেন। তিনি মূলত নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে মাস্কের জনসম্মুখ উপস্থিতির দিকে ইঙ্গিত করে ব্যাঙ্গ করেছেন।
এসএনএল নিয়ে একটি পোস্টের জবাবে মাস্ক লিখেছেন, ‘ট্রাম্প জয়ী হয়েছে দেখে তারা এত রেগে গেছে যে নিয়ন্ত্রণ করতে পারছে না।’ সঙ্গে হাসির ইমোজিও যোগ করেছেন।
মাস্ক ২০২১ সালের মে মাসে এসএনএল-এর সঞ্চালক ছিলেন। শোটি নিয়ে সমালোচনা করে তিনি লিখেছেন, ‘এসএনএল বহু বছর ধরে ধীরে ধীরে মারা যাচ্ছে। কারণ এটি বাস্তবতা থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘শোটি কামালা হ্যারিসকে নির্বাচনের আগের সময়ে যেভাবে সমর্থন দিয়েছিল, তা হ্যারিসের ক্যাম্পেইনকে আরও ক্ষতিগ্রস্ত করেছে।’